Tuesday, November 28, 2023

মাকে দেখতে যাওয়ার অনুমতি পাননি জ্যাকলিন

তারিখ:

একের পর এক ঝামেলা আর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজকে। অভিযুক্ত সুখেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা অর্থপাচারের অভিযোগপত্রে বলিউডের এই অভিনেত্রীর নাম রয়েছে।

যদিও কয়েকদিন আগে এই মামলায় তিনি জামিন পেয়েছেন। অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য বাহরাইন যাওয়ার অনুমতি দেয়নি আদালত। ইডির আপত্তির মুখে নাকচ হয়ে গেছে জ্যাকলিনের সেই আবেদন। এতে বেশ মুষড়ে পরেছেন এই তারকা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, গেল বৃহস্পতিবার দিল্লির একটি আদালতে এই মামলার শুনানি হয়। এ সময় জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানান, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেত্রীর মা স্ট্রোকে আক্রান্ত হন।

মানবিকতার কারণে জ্যাকলিনের বাহরাইনে যাওয়ার আবেদন মঞ্জুর করা হোক বলে অভিনেত্রীর আইনজীবী আদালতের কাছে আবেদন করেন। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন।

এ সময় অতিরিক্ত দায়রা জজ শৈলেন্দ্র মালিক বলেন, আমি বুঝতে পারছি আপনি মায়ের সঙ্গে দেখা করতে চান। কিন্তু মামলা এখন খুবই গুরুতর পর্যায়ে রয়েছে।

বিচারকের এ বক্তেব্যের পর জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানান, এ মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি। জ্যাকলিন যে কোনো মূল্যে ৫ জানুয়ারির মধ্যে ভারতে ফিরে আসবেন।

পাশাপাশি জ্যাকলিন এই মামলার ১০ নম্বর আসামি। ৬ জানুয়ারি সুকেশ চন্দ্রশেখরকে কাঠগড়ায় তোলা হবে, জ্যাকলিনের নম্বর আসতে সময় লাগবে। কিন্তু তাতেও আদালতের মন গলেনি।

জনপ্রিয় সংবাদ