টুইটারের প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্ককে দেখতে চান না- টুইটার ব্যবহারকারীরা জরিপে এমন মতামত দেয়ার পর ইলন মাস্ক জানিয়েছেন, এখন থেকে কোম্পানির নীতিমালা বিষয়ক কোনও জরিপে শুধুমাত্র ব্লু টিকধারী ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) একজন টুইটার ব্যবহারকারীর টুইটের জবাবে তিনি একথা বলেন।
এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) এক জরিপে মাস্ক টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চান, টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিৎ কিনা। জরিপে ৫৭ দশমিক পাঁচ শতাংশ ব্যবহারকারী মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে ভোট দেন।
জরিপের আগে মাস্ক বলেন, জরিপে যা ফল আসবে সেটি মেনে নেবেন তিনি। তবে প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করলেও টুইটারের মালিক তিনিই থাকবেন।
তবে জরিপের ফল প্রকাশিত হওয়ার পর ব্লু টিকধারী একজন ব্যবহারকারী বলেন, শুধুমাত্র ব্লু টিকধারী অ্যাকাউন্টগুলোরই কোম্পানির নীতিমালা বিষয়ে ভোট দেয়ার অধিকার রয়েছে।
সেই টুইটের জবাবে ইলন মাস্ক বলেন, ‘এটি ভালো পয়েন্ট’ টুইটার এই পরিবর্তন আনবে’।
এক দফায় পেছানোর পর গত সপ্তাহে টুইটারে সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করা হয়। এ ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টুইটারে ব্লু টিক বা ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য মাসিক আট ডলার এবং অ্যাপল ব্যবহারকারীদের মাসিক ১১ ডলার করে দিতে হয়।
ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার আগে বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তি ও সেলেব্রিটিরা বিনামূল্যে এ সুবিধা পেতেন।