Thursday, December 7, 2023

গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ১০ কেজির চিতল

তারিখ:

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার সময় দৌলতদিয়া চর কর্নেশনায় পদ্মা নদীতে জেলে জিন্নাহ হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জিন্নাহ হলদার জানান, ভোর থেকে পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিলেন তিনিসহ তার সঙ্গীরা। সকাল সাড়ে আটটায় কর্নেশনা এলাকায় জালে টান পরলে দ্রুত টেনে তোলা হয়। এসময় মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন দশ কেজি একশত গ্রাম।

মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে আসলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ক্রয় করেছেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট বলেন, মাছটি ঘাটে বেঁধে রাখা হয়েছে।  কেজিতে ১-২ শত টাকা বেশি পেলে বিক্রি করা হবে। মোবাইলে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি

জনপ্রিয় সংবাদ