Sunday, December 10, 2023

এবার ২০০ কোটি রুপি তছরুপের মামলায় ডাক পড়লো নোরা ফাতেহির

তারিখ:

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন টেলিভিশন উপস্থাপিকা পিঙ্কি ইরানিকে। কিছুদিন আগেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ জবানবন্দি দেন আদালতে। এবার ফের ডাক পড়ল মরোক্কান সুন্দরী নোরা ফতেহির।

শুক্রবার (২ ডিসেম্বর) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দেন নোরা। তবে এবারই প্রথম হাজিরা নয়। এর আগেও একাধিকবার ডাক পেয়েছিলেন তিনি। প্রতিবারই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করেছেন।

২০০ কোটি রুপি প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। অভিযোগ রয়েছে, নোরা তার কাছ থেকে বেশ কিছু উপহার নিয়েছিলেন। তবে নোরার দাবি, শুধু সুকেশ নন, তার স্ত্রীও নোরাকে একটি দামি ব্যাগ উপহার দিয়েছিলেন। তবে তার মতে, এটি এমন কিছু নয়, শুধুমাত্র ‘টোকেন অব লাভ’।

জ্যাকলিন বা নোরার মতো তারকারা সুকেশের কাছ থেকে প্রয়োজন মতো সুবিধা নিতেন, এমন কথার জবাবে নোরা জানিয়েছেন, সুকেশের সাথে তার কখনোই ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিলো না। তদন্তের প্রয়োজনে আরও সাহায্য করতে প্রস্তুত তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকার।

জনপ্রিয় সংবাদ