ইরাকে জঙ্গি হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ পুলিশ সদস্য। পুলিশের দাবি, জঙ্গি সংগঠন আইএস এ হামলার পেছনে জড়িত। তবে কোনো সংগঠনই এখনও হামলার দায় স্বীকার করেনি। খবর আরব নিউজের।
রোববার (১৮ ডিসেম্বর) ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে এ বোমা হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, বোমা হামলার লক্ষ্য ছিল একটি ট্রাক। পরে চালাল আল-মাতার শহরের কাছে ছোট একটি আগ্নেয়াস্ত্রের মাধ্যমে সরাসরি পুলিশ কর্মীদের ওপর হামলা করা হয়।
এরই মধ্যে একজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদের খোঁজে জোর অভিযান চলছে।