পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশেষজ্ঞরা বলছেন, আরব দেশগুলো যদি চীনা প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করে তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে পড়বে এবং বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।
ইরানভিত্তিক পার্সনিউজ জানায়, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে শি জিনপিং এই প্রস্তাব দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে শি বলেন, চীন এবং অন্য দেশগুলো তেল ও গ্যাসের মূল্য পরিশোধের জন্য সাংহাই পেট্রোলিয়াম এবং ন্যাশনাল গ্যাস এক্সচেঞ্জকে ব্যবহার করতে পারে।
শি আরও বলেন, স্থানীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করতে এবং ডিজিটাল মুদ্রা সংক্রান্ত সহযোগিতা আরো গভীর করতে চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা পদ্ধতি গড়ে তুলবে।
এদিকে চীনা প্রেসিডেন্টের সৌদি সফরের আগে রিয়াদ জানিয়েছিল, ইউয়ানে অল্প মাত্রায় তেল বিক্রি করার বিষয়টি এখন হবে যৌক্তিক। সৌদি আরব যদি তেল বিক্রির ক্ষেত্রে ডলারকে বাদ দেয় তাহলে তা হবে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ভূমিকম্পের মতো ব্যাপার।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আরব এবং আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে চীনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে যা আমেরিকার জন্য বিব্রতকর। এ অবস্থার মধ্যে চীনের প্রেসিডেন্ট সৌদি আরব সফর করে আরব দেশগুলো নেতাদের সঙ্গে বৈঠক করলেন যা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।