ইউক্রেন যুদ্ধে এক লাখেরও বেশি রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীতেও হতাহতের সংখ্যা সম্ভবত একই বলে ধারণা করছেন শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ‘নিউইয়র্ক ইকোনমিক’ ক্লাবে এক আলোচনায় জেনারেল মার্ক মিলে এ দাবি করলেও রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি।
মিলের মতে, প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের পর এ যুদ্ধ সম্ভাব্য শীতকালীন শিথিলতার মুখোমুখি হচ্ছে। আসতে পারে আলোচনার সুযোগও।
প্রথম বিশ্বযুদ্ধেও শান্তি আলোচনায় অস্বীকৃতি জানিয়েছিল একাধিক পক্ষ, উল্লেখ করে তিনি বলেন, যা মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং লক্ষাধিক হতাহতের ঘটনা ঘটেছিল।
তিনি বলেন, আপনারা দেখেছেন ইউক্রেনে এক লাখেরও বেশি রুশ সৈন্য নিহত ও আহত হয়েছে। সম্ভবত ইউক্রেনের সংখ্যাটাও একই।
“সুতরাং যখন আলোচনার সুযোগ থাকে, যখন শান্তি অর্জন করা যায় … মুহূর্তটি কাজে লাগান।”
এর আগে বুধবার কৌশলগত কারণে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাশিয়া। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু এ প্রস্তাবে সমর্থন জানিয়ে সেনা প্রত্যাহার ও তাদেরকে নদী পার করার সমস্ত প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।
খেরসনে নিযুক্ত রুশ ডেপুটি গভর্নর কিরিল স্ত্রেমুসভের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই রাশিয়ার এ ঘোষণা দেয়।
সেনা প্রত্যাহারের বিষয়টিকে রাশিয়ার জন্য একটি উল্লেখযোগ্য পরাজয় হিসেবে দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা। এই সিদ্ধান্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে রাশিয়া বলছে, পরিকল্পনা অনুযায়ীই সব হচ্ছে। নিদিষ্ট কারণেই সেনা প্রত্যাহার করা হয়েছে।