ভারতের গুজরাট রাজ্যে রাস্তায় অবাধে গরু চরতে দেয়ায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডিত প্রকাশ জয়রাম দেসাইয়ের বিরুদ্ধে রাস্তায় গরু ছেড়ে দিয়ে মানুষের জীবন বিপন্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে গুজরাটসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে রাস্তাঘাটে অবাধে গরু চলাচলের সমস্যা বৃদ্ধি পেয়েছে।
রায়ের আদেশ দিয়ে আদালতের বিচারক বলেন, এ ধরণের অপরাধ বেড়ে যাওয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে এ সাজা দেয়া হয়েছে।
রায়ে গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিচারক বলেন, রাস্তায় অবাধে গরু চরতে দেয়ার ফলে মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।
হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে গরু একটি অত্যন্ত পবিত্র প্রাণী। গুজরাটসহ ১৮টি রাজ্যে গরু হত্যা করা অবৈধ।
গরু জবাই করলে যাবজ্জীবন সাজার বিধান রেখে ২০১৭ সালে গুজরাট একটি আইন সংস্কার করে।
তবে এর ফলে রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরা করা গরুর সংখ্যা বেড়ে গেছে।
এদিকে, এবছর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাবে গুজরাটে প্রায় ছয় হাজার গরুর মৃত্যু হয়েছে। এরপর সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা না দেয়ার অভিযোগে হাজার হাজার গরুকে রাস্তায় ছেড়ে দেয় কয়েকটি দাতব্য সংস্থা।