Tuesday, November 28, 2023

বিএনপি ক্ষমতায় এলে পুরো বাংলাদেশকেই গিলে খাবে: কাদের

তারিখ:

বিএনপি আরেকবার ক্ষমতায় এলে পুরো বাংলাদেশকেই গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে যুবলীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির হাতে গণতন্ত্র ও বাংলাদেশ নিরাপদ নয়। দুঃশাসন, ভোটচুরি ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।

মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যুবলীগ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের জবাব দেবে। যারা সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে আজকের মহাসমাবেশ তাদের চোখ খুলে দেবে।

এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বর্তমান বিশ্বমন্দা থেকে দেশকে একমাত্র শেখ হাসিনাই মুক্তি দিতে পারবে। বিএনপি কখনও সত্যের রাজনীতি করেনি বলেও মন্তব্য করেন পরশ।

জনপ্রিয় সংবাদ