Tuesday, November 28, 2023

ঠাকুরগাঁও থেকেও দেখা মিলছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার

তারিখ:

কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে ঠাকুরগাঁওয়ে ভিড় করছেন প্রকৃতি প্রেমিরা। হেমন্তের শেষে ও শীতের শুরুতেই অন্যান্য বছর এখানে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এবছর আকাশ পরিষ্কার থাকায় আগেই দেখা পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার।

কঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যে মুগ্ধ হন যে কেউ। যাদের সরাসরি এই পর্বতশৃঙ্গে যাওয়ার সৌভাগ্য হয় না, তারা হেমন্তের শেষে ও শীতের শুরুতে দূর থেকে একটু হলেও দেখতে পান এই কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ।

প্রতি বছর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে শীতের আগমনের সময় এই পর্বতটি দেখা যায়। ঠাকুরগাঁওয়ের আকাশে এবার একটু বেশি স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা।

ভোরের হালকা আলোয় ও গোধূলির সময় এখানে দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় উঁচু এই পর্বতটি। এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বালিয়াডাঙ্গী সড়কে ছুটে আসছেন মানুষ। উপভোগ করেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য।

প্রতিবছর অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের প্রায় শেষ পর্যন্ত ভোরবেলা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই উত্তর-পশ্চিম দিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।

সূর্যের কোমল আলোর ছোঁয়ায় সোনালি রং ভেসে আসে এই পর্বতশৃঙ্গে। কয়েক ঘণ্টা পর আবার হাওয়ায় মিলিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা।

তবে এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গিয়ে পর্যটকেরা যে কাঞ্চনজঙ্ঘার রূপ উপভোগ করেছেন, তা এখন ঠাকুরগাঁওয়ের মাটিতে দাঁড়িয়েও দেখা যাচ্ছে।

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে সূর্যোদয়ের পর থেকে দিনভর স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাসপাড়া এলাকার ভিড় বেশি মানুষের।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মাদ সামসুজ্জামান বলেন, ধীরে ধীরে ঠাকুরগাঁওতে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় বাড়ছে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেজন্য নানা পরিকল্পনা নেয়া হচ্ছে।

কাঞ্চনজঙ্ঘা পর্বতটি অবস্থিত ভারতের সিকিম ও নেপালে। এর উচ্চতা ২৪ হাজার ১৬৯ ফুট বা ৮ হাজার ৫৮৬ মিটার। পর্যটকদের কাছে জনপ্রিয় জায়গা কাঞ্চনজঙ্ঘা।

ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, কালিম্পংয়ের প্রধান আকর্ষণও কাঞ্চনজঙ্ঘা। সেই কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে ঠাকুরগাঁও থেকে।

জনপ্রিয় সংবাদ