Wednesday, November 29, 2023

ট্যাক্স সফলতার জন্য প্রক্রিয়া সংস্কার প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

তারিখ:

ট্যাক্স সফলতার জন্য প্রক্রিয়া সংস্কার জরুরি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে জনগণের দূরত্ব কমিয়ে আনতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানিয়েছেন, জনবল নিয়োগেও পরিবর্তন আনা দরকার। কেবল ছয় মাস প্রশিক্ষণ দিয়ে কাউকে দক্ষ করা কঠিন।

এতে আলোচকরা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আর্থিক ব্যবস্থাপনার কলঙ্ক। অর্জিত ট্যাক্সের সচ্ছ ব্যবহার নিশ্চিত করারও জোর দিয়েছেন তারা। ট্যাক্স দাতারা যেন গর্ব করে, তেমন সুবিধা চালু করতে হবে বলে জানান আলোচকরা। তাহলে মানুষ ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে মত দেন।

আলোচনায় জানানো হয়, শতকরা ৯৫ ভাগ ট্যাক্স বিভিন্ন প্রক্রিয়ায় নিজ থেকেই আসে। বাকি ৫ শতাংশ এনবিআরের সফলতা। এ অবস্থা দূর করে ট্যাক্সের পরিধি বাড়িয়ে প্রক্রিয়া সহজ করায় জোর দিয়েছেন আলোচকরা।

জনপ্রিয় সংবাদ