Tuesday, November 28, 2023

ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা

তারিখ:

ওমান সাগরের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী একটি ট্যাঙ্কারে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার রাতের এ হামলায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ইরান জড়িত বলে দাবি করেছেন ইসরায়েলি এক কর্মকর্তা।

ওমান অঞ্চলে শিপিং পর্যবেক্ষণকারী ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আমরা ড্রোন হামলার বিষয়ে অবগত এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

কর্মকর্তারা আক্রমণের শিকার তেলের জাহাজটি লাইবেরিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার প্যাসিফিক জিরকন বলে চিহ্নিত করেছেন। তবে এ জাহাজটি পরিচালনা করে সিঙ্গাপুরভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং। যা ইসরায়েলি বিলিয়নিয়ার ইদান ওফারের মালিকাধীন।

ইস্টার্ন প্যাসিফিক শিপিং এক বিবৃতিতে জানিয়েছে, তেলবাহী প্যাসিফিক জিরকনে ড্রোন হামলা চালানো হয়েছে। ওমান উপকূল থেকে ট্যাঙ্কারটির দূরত্ব ছিল ২৪০ কিলোমিটার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্যাঙ্কারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তা ছাড়া সব ক্রু নিরাপদে রয়েছেন। ট্যাঙ্কারটিও অক্ষত রয়েছে।

এদিকে হামলার ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস, দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ