Sunday, December 10, 2023

আইএমএফের ঋণেও সরকারের শেষ রক্ষা হবে না: মান্না

তারিখ:

আইএমএফের ঋণেও সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্ত্বরে শ্রদ্ধা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। এরপর পল্টনে সমাবেশ করেন। তখন এ মন্তব্য করেন তিনি।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর অভিযোগ করেন, সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন রাজধানীতে তাণ্ডব চালাতে সারাদেশের সন্ত্রাসীদের ঢাকায় এনে মিটিং করছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা দাবি করেন, ডিসেম্বরে সরকারকে জনগণ লাল কার্ড দেখাবে। নিরাপদে ক্ষমতা না ছাড়লে আওয়ামী লীগের করুণ পরিনতি হবে। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণের সাথে প্রতারণা করেছে বলেও সমাবেশে উল্লেখ করেন জোটটির নেতারা।

জনপ্রিয় সংবাদ