ম্যান বুকারজয়ী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদির ওপর নিউইয়র্কে হামলার দুই মাসের মাথায় তিনি তাঁর এক চোখে দেখতে পারছেন না। এছাড়া তাঁর একটি হাত অবশ হয়ে গেছে। তাঁর এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন বলে আজ রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।
রুশদি এখনো হাসপাতালে আছেন কিনা তা বলতে রাজি হননি এজেন্ট। ওই হামলা রুশদির জন্য কতটা ভয়াবহ ছিল তা সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু ওয়াইলি তুলে ধরেছেন।
ম্যান বুকারজয়ী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদির ওপর নিউইয়র্কে হামলার দুই মাসের মাথায় তিনি তাঁর এক চোখে দেখতে পারছেন না। এছাড়া তাঁর একটি হাত অবশ হয়ে গেছে। তাঁর এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন বলে আজ রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।
রুশদি এখনো হাসপাতালে আছেন কিনা তা বলতে রাজি হননি এজেন্ট। ওই হামলা রুশদির জন্য কতটা ভয়াবহ ছিল তা সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু ওয়াইলি তুলে ধরেছেন।