আজ শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।
এর আগে বৃহস্পতিবার তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল হলুদ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে।
ছবিতে দেখা যায়, শেহতাজের মেহেদী রাঙা হাতের মাঝখানে লেখা প্রীতম। ঘরোয়া আয়োজনে প্রীতম-শেহতাজকে দেখা গেছে সাধারণ সাজে।
শুক্রবার প্রীতম ও শেহতাজ উভয় তাদের ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করেন। ক্যাপশনে প্রীতম লিখেন, এখন থেকে আনুষ্ঠানিকভাবে শেহতাজের সঙ্গে।
পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নিল।
শেহতাজ মূলত পরিচিত হয়ে উঠেছিলেন ধ্রুব গুহর শুধু তোমার জন্য গানের মাধ্যমে। এই গানে শেহতাজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা সিয়াম। গানটি এখন পর্যন্ত স্ট্রিম হয়েছে এক কোটি ২০ লাখ বার। স্বাভাবিকভাবে বলা যায়, শেহতাজের মুখকে কতটা পরিচিত করেছে এই গান। সাত বছর আগের মুক্তি পাওয়া গান এটি।