শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে জেলার ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজাড়িকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম খোদেজা বেগম (৬০)। তিনি ওই এলাকার মৃত আব্দুস ছালামের স্ত্রী।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, খোদেজা বেগম নিজ ঘরে কাজ করছিলেন। এসময় ঘরে ঝুলে থাকা বিদ্যুতের একটি তার মাটিতে পড়ে যায়। পরে তিনি সেই তার সরাতে গেলে বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করার আবেদন করা হয়। পরে মরদেহ হস্তান্তর ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।