লক্ষ্মীপুর সদরে তালা বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর প্রায় অর্ধেক গলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাকচর গ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- আবু সিদ্দিক মিয়া (৭০) ও তার স্ত্রী আতরেন ন্নেছা (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ভুট্টু চৌধুরী ও নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রির বিষয়ে ওই বাড়িতে আসেন। তারা দরজার বাইরে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করেন।
এসময় ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। পরে প্রতিবেশীরা জড়ো হয় এবং পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরে ঢুকে তাদের মরদেহ উদ্ধার করে।
সিদ্দিক মিয়ার ভাই খোকন মিয়া জানান, ভাই-ভাবির ঘরে সন্তান ছিল না। তবে শাহজাহান নামে এক পালক ছেলে রয়েছে।
হত্যার বিচার দাবি করে তিনি বলেন, সম্পত্তির লোভে এই হত্যা ঘটানো হতে পারে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে তাদের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সিদ্দিক মিয়ার ভাই খোকন মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।