Monday, November 27, 2023

বিএনপি নামক ‘অপশক্তি’ মোকাবেলা করতে বৃহত্তর ঐক্যের আহ্বান ওবায়দুল কাদেরের

তারিখ:

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে একত্রিত করে বিএনপি নামক অপশক্তিকে মোকাবেলা করতে হবে। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্যের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশে এ আহ্বান জানান তিনি। বলেন, আমরা খবর পেয়েছি, দুবাই থেকে টাকা আসে। তিনি রংপুর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের চেয়ার গুনেছেন।

ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করে বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ২২ হাজার নয় ৭০ হাজার চেয়ার ছিল। বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জনপ্রিয় সংবাদ