Sunday, December 3, 2023

বাংলাদেশের চেয়ে কোথায় এগিয়ে জানালেন ডাচ অধিনায়ক

তারিখ:

বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। দুই জয়ে মূল পর্বে এসেছে। ওই দুই জয় এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ তিনটি ম্যাচ খেলাকে বড় করে দেখছেন নেদারল্যান্ডস অধিনায়ক টম কুপার। তার মতে, বাংলাদেশ তো সবে শুরু করছে।

রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ডাচ অধিনায়ক বলেন, ‘সুপার টুয়েলভে শক্তিশালী দল রয়েছে। তবে আমাদেরও সুযোগ দেখছি। আমরা কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে এসেছি। বাংলাদেশ এখন শুরু করছে। তাদের একটি প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আমরা খেলার মধ্যেই আছি।’

 

বাংলাদেশকে হারাতে পারলে অঘটন হবে না বলেও উল্লেখ করেছেন কুপার, ‘অঘটন হিসেবে দেখছি না। আমরা লড়াই করতে এসেছি। অতীতে তাদের বিপক্ষে সমানে সমান লড়েছি। তাদের হারাতে না পারার কারণ দেখছি না।’

 

তবে বাংলাদেশকে বিপজ্জনক দলও মনে করেন তিনি, ‘তারা খুবই বিপজ্জনক। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে। তাদের সঙ্গে আমাদের বেশ কিছু জমজমাট ম্যাচ রয়েছে। তবে অতীত নিয়ে ভাবছি না। কাল লড়াই করে জিততে পারা হবে দারুণ ব্যাপার।’

জনপ্রিয় সংবাদ