Sunday, December 3, 2023

পুরনো শিষ্যদের কাছে ‌’অপদস্থ’ পটার

তারিখ:

শিষ্যরা গুরুর ফাঁদ ধরে ফেললো নাকি গুরুর শেখানো বিদ্যা প্রয়োগ করলো বলা মুশকিল। তবে গ্রাহাম পটারের ব্রাইটন এন্ড হোব আলবিয়েনের পুরনো শিষ্যরা তার চেলসিকে ৪-১ গোলে হারিয়ে তাকে অপদস্থই করলো!

শনিবার রাতে ব্রাইটনের মাঠে গিয়ে বড় এই ব্যবধানে হেরেছে চেলসি। টপ ফোরে মৌসুম শেষ করার পথটা কঠিনই করে ফেলেছে। সঙ্গে ব্রাইটনের ভক্তদের দুয়ো শুনতে হয়েছে নর্থ লন্ডনে আসা এই কোচের।

ম্যাচের ৫ মিনিটে বেলজিয়াম ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রজার্ড গোল করে ব্রাইটনকে প্রথম লিড এনে দেন। এরপর প্রথমার্ধে দুই আত্মঘাতী গোল খেয়ে বসে ব্লুজরা। লোফটাস চেক এবং কালুবাহ’র ওই ভুলে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ে পটারের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কাই হাভার্টেজ এক গোল শোধ করেন। জার্মান মিডফিল্ডার ৪৮ মিনিটে ওই গোল করেন। পরে আর সুবিধা করতে পারেনি চেলসি। যোগ করা সময়ে ব্রাইটন আরও এক গোল করে চেলসিকে ধসিয়ে মাঠ ছাড়ে।

জনপ্রিয় সংবাদ