ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আইনে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর মাধ্যমে রাশিয়া ওই চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ করল।
বুধবার (৫ অক্টোবর) পুতিন সই করার আগে এই চার চুক্তির বিল রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের সর্বসম্মত সমর্থন লাভ করে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা ঘোষণা করেছে, দোনেৎস্ক, লুহানস্ক প্রজাতন্ত্র, জাপোরিঝঝিয়া এবং খেরসন অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চারটি কেন্দ্রীয় সাংবিধানিক আইনে সই করেছেন। আনুষ্ঠানিক স্বীকৃতি সংশ্লিষ্ট আইনেও সই করেছেন তিনি।
সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়ার আগে চারটি চুক্তি রাশিয়ার সাংবিধানিক আদালতে বৈধ হিসেবেও স্বীকৃত হয়।
রাশিয়ার পার্লামেন্ট বলছে, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া এলাকাগুলোতে বসবাসকারীদের রাশিয়ার পাসপোর্ট দেওয়া হবে। এসব অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তদারকি করবে এবং সেখানে রুশ মুদ্রা রুবলে লেনদেন হবে।
রাশিয়া এই অঞ্চলগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না এবং এর মধ্যে দুটি অঞ্চল রয়েছে যেখানে ইউক্রেনীয় বাহিনী অগ্রগতির দাবি করছে।
ইউক্রেনের সৈন্যরা দেশটির পূর্ব এবং দক্ষিণ অংশে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং তারা রুশ কবল থেকে সম্প্রতি কিছু ভূমি উদ্ধার করতে সমর্থ হয়েছে।
তবে ক্রেমলিনের সরকার জোর দিয়ে বলেছে, ইউক্রেনীয়রা যে অঞ্চলগুলি পুনরুদ্ধার করেছে সেগুলি রাশিয়া আবার দখলে নেবে।