Thursday, December 7, 2023

লেখক নাসির আহমেদ লাভলুর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ

তারিখ:

ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ করছে, নাসির আহমেদ লাভলু রচিত এবং “বর্না প্রকাশনী”, পুরানা পল্টন, ঢাকা কর্তৃক প্রকাশিত বই “আমার ক্বারী সাব” এর বিরুদ্ধে। রক্ষণশীল মুসলমানরা হতবাক এই বইটি বিক্রি ও প্রচলনে আছে। প্রতিবাদকারীরা লেখকের শাস্তি দাবি করছেন, নতুবা তারা বিষয়টি আমলে নেবেন তাদের নিজস্ব হাতে।

বিক্ষোভকারীরা বলছেন বইটি শুধু ইসলামের বিরুদ্ধে এবং বিষাক্ত নয়, তারা হতবাক একজন মুসলিম এই বইটি লিখেছেন। তারা এতটাই ক্ষুব্ধ যে তারা লেখককে জনসমক্ষে ফাঁসি দিতে চায়।

 

জনপ্রিয় সংবাদ