Sunday, December 10, 2023

শেরপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের জেরে ১৪৪ ধারা

তারিখ:

বগুড়ার শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন।

শনিবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন জানায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বিএনপি জামাত জোটের মিথ্যাচার, ষড়যন্ত্র, গুজব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিকাল তিনটায় বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ আহবান করা হয়েছে।

শেরপুর শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধি ও নারায়ণগঞ্জে দলের মিছিলে হামলায় যুবদল কর্মী নিহতের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। এই বিক্ষোভ সমাবেশের বিষয়ে জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশার নেতৃত্বে পুলিশ সুপারের অফিসেও জানানো হয়।

কিন্তু হঠাৎ করেই শুক্রবার উপজেলা আওয়ামী লীগ একই স্থানে পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বলে অভিযোগ করেন তিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেজন্য নজরদারি বাড়িয়ে টহল দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, আওয়ামী লীগ ও বিএনপি একই জায়গায় সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে ১৪৪ থারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সভা-সমাবেশ করতে দেয়া হবে না।

জনপ্রিয় সংবাদ