Sunday, December 10, 2023

শাহবাজের কাণ্ড দেখে হেসে ফেললেন পুতিন

তারিখ:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাণ্ডকারখানা দেখে হাসি আর চেপে রাখতে পারছিলেন না। উজবেকিস্তানে দুই নেতার মধ্যে একটি বৈঠকের এমন ঘটনা এখন ভাইরাল।

সমরখন্দ শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২২তম সম্মেলন চলছে। এই সম্মেলন চলার ফাঁকে বৃহস্পতিবার বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।

আলোচনার টেবিলে তখন তাঁরা মুখোমুখি। হঠাৎ শাহবাজ শরিফের কান থেকে খুলে পড়ে গেলো হেডফোন। এরপর যত বার তিনি সেটি তুলে কানে গোঁজার চেষ্টা করেন, তত বারই পড়ে যায়।

কান বদলানোর পরেও হেডফোনটি যথাস্থানে বসাতে পারেননি তিনি। এ পর্যায়ে এগিয়ে আসেন একজন সহকারী। তিনি শাহবাজের কানে হেডফোন বসিয়ে দিলেও কিছু পরেই পড়ে যায়।

পাশে বসে থাকা পুতিন তাকিয়ে দেখছিলেন শাহবাজের কাণ্ডকারখানা। এক পর্যায়ে হাসতে শুরু করেন রুশ নেতা। হাসি ছড়িয়ে পড়ে দু’দেশের প্রতিনিধিদলের সদস্যদের মুখেও।

শেষ পর্যন্ত আবারো সেই সহকারীর চেষ্টায় শরিফের কানে ঠাঁই পায় হেডফোন।  এ ঘটনায় শাহবাজের সমালোচনায় সরব হয়েছেন তাঁর রাজনৈতিক বিরোধীরা।

এমনকি টুইটারে ভিডিওটি পোস্ট করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পার্লামেন্ট সদস্য শিরিন মাজারি। যা এখন পাকিস্তানের নেটিজেনদের কাছে ঘুরছে।

 

জনপ্রিয় সংবাদ