নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগুনে খাবার হোটেলসহ চারটি দোকান পুড়ে গেছে।
রোববার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে খাবার হোটেল, মুদি দোকানসহ মুকুল, সফিকুল, রফিকুল ও কালামের মালিকানাধীন চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি অগ্নিকাণ্ডের শিকার দোকান মালিকদের।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. শাহজাহান হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে হোড়গাও এলাকায় আদিল মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের চারটি দোকান পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।