Tuesday, November 28, 2023

রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

তারিখ:

রাজধানীর ওয়ারিতে দুর্বৃত্তের হামলায় স্থানীয় যুবলীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই নেতার নাম আলমগীর হোসেন। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপীবাগ সপ্তম গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, রাত ৮টার দিকে পাঁচানি পুকুর জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। পথে আগে থেকেই ওৎ পেতে থাকা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তার ওপর। তাতে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পায়েও গুরুতর জখম হন। স্বজনদের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পঙ্গু হাসপাতালে নেয়া হয় আলমগীরকে।

জনপ্রিয় সংবাদ