কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের ছমেদ আলীর ছেলে মো. সিফাত (১৬) ও তার ভাতিজা মনির উদ্দিনের শিশুসন্তান মো. ইয়াছিন (৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তিনজনের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে স্বজনরা নিহত তিনজনের মরদেহ দেখে সনাক্ত করেন। পরে তিনজনের মরদেহ উদ্ধার শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
উল্লেখ্য, (সোমবার) ১৯ সেপ্টেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবিতে শিশুসহ তিনজন নিখোঁজ হন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।