Wednesday, November 29, 2023

বাণিজ্য ও প্রবাসী আয় আনতে ডলারের তিন ধরনের হার

তারিখ:

বৈদেশিক বাণিজ্য ও প্রবাসী আয় আনতে টাকার বিপরীতে ডলারের তিন ধরনের হার কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকে বৈঠক শেষে এ খবর জানিয়েছেন ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট সেলিম আর এফ হোসেন এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) প্রেসিডেন্ট তারিকুল আফজাল।

তারা জানান, রেমিট্যান্সের জন্য প্রতি ডলার ১০৮ টাকা, রপ্তানি বিল নগদায়নে ৯৯ টাকা এবং আমদানি বিলে এ হার ১০৪ টাকার একটু বেশি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার থেকে নতুন এই রেট কার্যকর হবে।

তারা বলেন, ডলার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে গেলো বৃহস্পতিবার ডলার বাজারে অস্থিরতা নিরাসনে করণীয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে এবিবি ও বাফেদা। বৈঠকে বাজার পর্যালোচনা করে ডলারের দাম ঠিক করার সিদ্ধান্ত হয়। তার আলোকে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকাররা জানান, এর আগেও ডলারের দাম নির্ধারণ করা হলেও ব্যাংকগুলো তা কার্যকর করেনি। এবার সব ব্যাংকের মতামত নিয়েই রেট ঠিক করা হয়েছে।

তারা আরও বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যত্যয় হচ্ছে কি না তা আগামী পাঁচ দিন পর্যবেক্ষণ করা হবে। তারপর পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ