Sunday, December 3, 2023

বঙ্গবন্ধুর খুনিরা সাময়িক সফল হলেও দীর্ঘমেয়াদে হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

তারিখ:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা সাময়িক সফল হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে তাদের স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধুর বাংলাদেশ এক ও অভিন্ন। শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় কতৃক প্রকাশিত স্মারক গ্রন্থ ‘আমি তোমাদেরই লোক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।আ ক ম মোজাম্মেল হক বলেন, তাদের ২৯ বছরের শাসনামলে তারা কোনো উন্নতি করতে পারেনি। জিয়া-এরশাদ সরকার এতো বছর রাষ্ট্র চালিয়েও দেশের কোনো উন্নয়ন করতে পারেনি।

বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করবে।

জনপ্রিয় সংবাদ