নড়াইলের কালিয়া উপজেলায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নবগঙ্গা নদীর পাড়ে বারইপাড়া শ্মশানঘাট এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীর ঘাটে একটি মরদেহ ভাসতে দেখে কালিয়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে সেটি উদ্ধারের ব্যবস্থা নেয়। আনুমানিক ২৫-৩০ বছর বয়সী মরদেহটির গলায় রশি দিয়ে একটি টিনের কলস বাঁধা ছিল। তার পরনে কোন পোশাক ছিল না।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম জানান, মরদেহের অর্ধগলিত অবস্থা দেখে ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। হতভাগ্য তরুণীর মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।