Sunday, December 10, 2023

দুই দিনে বক্স অফিসের আয়ে আশা দেখছে ‘ব্রহ্মাস্ত্র’

তারিখ:

প্রায় ৪০০ কোটি খরচ করে তৈরি হয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবির বাজেট বক্স অফিস থেকে উঠবে কি না তা সময় বলবে।

মুক্তির পর ছবিটি মিশ্র রিভিউ পেয়েছে। ছবির বক্স অফিসের আয়ও খারাপ নয়। প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকা আয় করেছে বরে জানা গেছে।

প্রথম দিনে ‘ব্রহ্মাস্ত্র’ শুধু ভারতে ৩৬ কোটি টাকা আয়ের পর দ্বিতীয় দিনে ভালো লাফের সাক্ষী হয়েছে বক্স অফিস। শতাংশের হিসাবে বড় না হলেও, আশা জাগানিয়া।

উত্তর ভারত ও গুজরাট অঞ্চলে শনিবার সিনেমার টিকিটের ঊর্ধ্বমুখী চাহিদা দেখা গেছে। এটি একটি সিনেমার জন্য ভাল লক্ষণ। ছবিটি হিন্দি বেল্ট জুড়েও প্রথম দিন ভাল ফল করেছে।

ছবির হিন্দি সংস্করণ শুক্রবার প্রায় ৩১ কোটি রুপি সংগ্রহ করেছে এবং শনিবারের সংখ্যা ৩৭ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছে বলিউড বক্স অফিস। ‘ব্রহ্মাস্ত্র’ দক্ষিণেও খুব ভালো প্রশংসা পেয়েছে এবং তেলেগুতেও ভালো ব্যবসা করছে। বাণিজ্য বিশ্লেষক শ্রীধর পিল্লাই বলেছেন, ব্রহ্মাস্ত্র হিন্দি ছবি হলেও, দক্ষিণে ভাল ব্যবসা করছে।

সিনেমায় নাগার্জুনের আছে তাই দক্ষিণের দর্শকরা নিচ্ছেন এমন ধরনা ভুল বলে তিনি বলেন, আসলে দক্ষিণে সিনেমাটির প্রচার সবার নজর কেড়েছে, সেটিই ফল দিচ্ছে।

বিশেষ করে তেলেগু ভাষায়। অনেকে ভাবতে পারেন এই ব্যবসা নাগার্জুনের কারণে হচ্ছে, তবে তা নয়, আসলে দক্ষিণে ছবিটির ব্যাপক প্রচারের কারণেই এটা হচ্ছে।

ছবির প্রচারে রণবীর কাপুর হায়দরাবাদ, চেন্নাই, বিজয়ওয়াড়াসহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে ভ্রমণ করেছেন, যেগুলি ছবিটির পক্ষে কাজ করেছে।

ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববারও ভালো দর্শক টানবে ‘ব্রহ্মাস্ত্র’। কারণ উইকেন্ডের টিকিট কেটে রেখেছেন অনেকেই। তবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির আসল পরীক্ষা শুরু হবে সোমবার।

 

জনপ্রিয় সংবাদ