বাংলার জনগন ভোটের মাধ্যমে বিএনপিকে প্রতিহত করবে বলে দাবি করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল।
বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর ) বিকেলে বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচন এলেই দেশকে অস্থিতিশীল করতে নানা ধরণের অপতৎপতা চালায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে যুব মহিলা লীগও মাঠে থেকে কাজ করবে। সেই লক্ষ্যেই সারাদেশে যুব মহিলা লীগের কমিটি গঠন করা হচ্ছে।
এ সময় জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সেলিনা রহমান, নাজমা হোসেন রতœা, হেলেনা হক, জেসমিন হক জোনাকী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সবার সম্মতিক্রমে সভাপতি হিসেবে কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্টি, সহ-সভাপতি মোছাঃ সাবিনা আক্তার, মুক্তি রানী কর, কেয়া রানী প্রামানিক, রহিমা আক্তার, প্রিয়াংকা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা কবির, তামান্না নাসরিন রেশমী নির্বাচিত হন।