Sunday, December 10, 2023

ইরানে চলমান আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৩১

তারিখ:

হিজাব ‘ঠিকমতো’ না পরায় আটক নারীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিক্ষোভে উত্তাল ইরান। সেখানকার নিরাপত্তা বাহিনীও রয়েছে মারমুখী ভূমিকায়। এএফপির খবরে বলা হয়েছে, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

ইরানি মানবাধিকার কমিশনের পরিচালক মাহমুদ আমিরি মোঘাদ্দাম নিহতের সংখ্যা প্রকাশ করে বলেন, মানুষ তাদের মৌলিক অধিকার ও আত্মসম্মানের দাবিতে রাস্তায় নেমে এসেছে। কিন্তু সরকার এর জবাব বুলেট দিয়ে দিচ্ছে।

মাহমুদ আমিরি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা এবং উদ্বেগ প্রকাশ এখন আর যথেষ্ট নয়। ৩০টির বেশি শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার মানবাধিকার কর্মীসহ সুশীল সমাজের নাগরিকদের ধরপাকড় অব্যাহত রেখেছে।

এর আগে বুধবার কুর্দি অধিকার গোষ্ঠী হেনগাও জানায়, কুর্দিস্তানের ৮ জনসহ ইরানের উত্তরাঞ্চলের মোট ১৫ জন আন্দোলনকারী নিহত হয়েছে।

জনপ্রিয় সংবাদ