Sunday, December 10, 2023

আল আমীনের বিরুদ্ধে স্ত্রী পেটানোর মামলা নিলো পুলিশ

তারিখ:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।

আল আমিনে বিরুদ্ধে অভিযোগ, তিনি স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন এবং সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে আজ (শুক্রবার) মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার অভিযোগ দায়েরের ইসরাত গণমাধ্যমকে বলেছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থানায় জানিয়েছি। তবে আমি আপস এবং আবারও সংসার করতে চাই।

জনপ্রিয় সংবাদ