মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সাইটের মালিক ও পরিচালনাকারী এজেন্টকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিবি ও সাইবার ক্রাইম পুলিশের দু’টি দল এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আটককৃতরা হলো ঐ গ্রামের মধু হালদারের ছেলে প্রসেনজিৎ হালদার (২৫) ও চা বিক্রেতা নজরুল ইসলামের ছেলে সুমন আলী (২৪)।
এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল সিম ও নগদ দুই লাখ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
মেহেরপুর ডিবি ওসি সাইফুল আলম জানান, প্রসেনজিৎ হালদারের একটি অনলাইন জুয়ার সাইট আছে। যেটি পরিচালনা করে সুমন আলী। দু’টি সাইটের একটিতে প্রতিদিন গড়ে ১০-১২ লাখ টাকা এবং অপর সাইটটিতে ৫-৬ লাখ টাকা লেনদেন হয় বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।
তাদের সাথে আরও বেশকিছু এজেন্ট যুক্ত আছেন বলেও জিজ্ঞাসাবাদে তারা জানান বলে জানিয়েছেন ওসি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।