কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে জেলার লালমাই থানার উত্তর পেরুল ইউনিয়ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রাধানগর গ্রামের মো. কবির (৩৮) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ডাকলাপাড়া গ্রামের মো. রুবেল হেসেন (৩১)।
র্যাব-১১ কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।