Thursday, December 7, 2023

সেপটিক ট্যাংকে নিখোঁজ শিশুর মরদেহ

তারিখ:

নরসিংদীর পলাশে সেপটিক ট্যাংক থেকে সালমান হোসেন (৪) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সালমান কাজিরচর এলাকার ইকবাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় শিশু সালমান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর হয়ে গেলেও সালমান বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকেন। বাড়ির আশপাশে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আহাজারি শুরু হয়।

বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি সালমানের নিখোঁজের ব্যাপারে মাইকিংও করা হয়। পরে রাতে বাড়ির কিছু দূরের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় শিশু সালমানের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ