আগামী ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে দেয়া হবে তার নামে চালু হওয়া শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার ৭ ক্যাটাগরিতে ১১টি পুরস্কার দেয়া হবে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানও আছে। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
এবার উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার শরীফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী। ক্রীড়াবিদের তালিকায় আরও আছেন ক্রিকেটার লিটন দাস, শুটার আবদুল্লা হেল বাকী ও ভারোত্তোলক সাবেরা সুলতানা।
সংগঠক হিসেবে এবার পুরস্কার পাচ্ছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম।
আজীবন সম্মাননা দেয়া হবে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দেশের বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদকে। এছাড়াও পুরস্কার পাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
পৃষ্ঠপোষক হিসেবে শেখ কামাল ক্রীড়া পুরস্কার দেয়া হবে গ্রিন ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডকে। এছাড়াও শেখ কামাল ক্রীড়া পুরস্কার দেয়া হবে ক্রীড়া সাংবাদিক কাশিনাথ বসাককে।