Tuesday, November 28, 2023

ভোলার নিহত ছাত্রদল নেতার জানাজা বৃহস্পতিবার

তারিখ:

ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা নূরে আলমের জানাজা বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার ৬টার দিকে নয়া পল্টনে জানাজা হওয়ার কথা থাকলেও তা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাই বৃহস্পতিবার হবে জানাজা।

প্রসঙ্গত, বুধবার রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরে আলম। গত ৩০ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই আব্দুর রহিম নামের স্থানীয় এক যুবদল নেতা নিহত হন এবং ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হন।

এদিকে, জেলা ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনায় ভোলায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ‍্যা হরতাল ঘোষণা করেছে ভোলা জেলা বিএনপি।

জনপ্রিয় সংবাদ