Tuesday, November 28, 2023

বুয়েটে ছাত্রলীগের কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ

তারিখ:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা রাজনৈতিক ব্যানারে একটি কর্মসূচির আয়োজন করে। এ নিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচনা সভায় অংশগ্রহণকারীরা। রাজনৈতিক এই কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

শনিবার রাতে ক্ষুব্ধ শত শত শিক্ষার্থী বুয়েট ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা কর্মসূচিটি আয়োজনের অনুমতি কীভাবে পেল, সে প্রশ্নের উত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান।

 

বুয়েটের শিক্ষার্থীরা জানান, বিকেল ৫টায় বুয়েট ক্যাফেটেরিয়াতে বাংলাদেশ ছাত্রলীগের বুয়েট শাখার সাবেক নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

জনপ্রিয় সংবাদ