Thursday, December 7, 2023

বিশ্বে প্রথম কৃত্রিম ভ্রূণ তৈরি করলেন কেমব্রিজের বিজ্ঞানীরা

তারিখ:

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী প্রথমবারের মতো ‘সিন্থেটিক’ বা কৃত্রিম ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন। ভ্রূণটির একটি মস্তিষ্ক, একটি স্পন্দিত হৃদয় এবং শরীরের প্রতিটি অঙ্গের জন্য বিল্ডিং ব্লক রয়েছে। গবেষকরা বলছেন, এর ফলে চিকিৎসাবিজ্ঞান আরও একধাপ এগিয়ে যাবে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইঁদুরের স্টেম সেল থেকে এ ভ্রূণটি তৈরি করা হয়েছে। ‘স্টেম সেল’ হচ্ছে প্রাণি দেহের সেই আদি কোষ যা ব্যবহার নতুন কোষ তৈরি করা যায়।

এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, ম্যাগডালেনা জেরনিকা কেমব্রিজের নিউরোসায়েন্স বিভাগের একজন অধ্যাপক। তার নেতৃত্বে একদল বিজ্ঞানী ইঁদুরের ডিম্বাণু বা শুক্রাণু ব্যবহার করার পরিবর্তে, ইঁদুরের স্টেম সেল বা আদি কোষ ব্যবহার করে একটি ভ্রূণের মডেল তৈরি করেছে।

গবেষণা দলের প্রধান ম্যাগডালেনা জানান, ইঁদুরের ভ্রূণের মডেলটি কেবল একটি মস্তিষ্কই তৈরি করেনি বরং একটি স্পন্দিত হৃৎপিণ্ডও তৈরি করেছে। এছাড়াও যে সমস্ত উপাদানগুলো শরীরকে তৈরি, ভ্রূণটিতে সে উপাদানগুলোও রয়েছে।

তিনি যোগ করেন, এটা অবিশ্বাস্য যে আমরা এতদূর এসেছি। বছরের পর বছর ধরে এটিই আমাদের স্বপ্ন ছিল এবং এক দশক ধরে আমাদের কাজের প্রধান ফোকাসও ছিল। অবশেষে আমরা এটি করতে পেরেছি।

কেন কিছু ব্যক্তি গর্ভধারণে ব্যর্থ হয় এবং অন্যরা সফল হয়, তা বোঝার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেরনিকা-গোয়েটজের দল গত এক দশক ধরে গর্ভাবস্থার উপর এই গবেষণা চালান।

সম্প্রতি বিখ্যাত ‘নেচার জার্নালে’ এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। কৃত্রিম ভ্রূণটির বিকাশের সঙ্গে জড়িত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের আশা, এর ফলে কোনো জীবিত প্রাণী ব্যবহার না করেই প্রাণের একেবারে প্রাথমিক অবস্থা নিয়ে গবেষণা চালানো সম্ভব। এখন গর্ভাবস্থায় ভ্রুণের মস্তিষ্ক অধ্যয়ন করতে পারবেন তারা।

শুধু তাই নয়, এই গবেষণার ফলাফল ক্রমে প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম মানব অঙ্গগুলোর বিকাশও সম্ভব।

গবেষক দলটির মতে, এই আবিষ্কার মানব সভ্যতার সামনে এক নতুন রাস্তা খুলে দিয়েছে।

জনপ্রিয় সংবাদ