Sunday, December 3, 2023

প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

তারিখ:

নরসিংদীর রায়পুরায় মো. নাঈম মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা মামলার দুই আসামীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (১০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা থানার রায়পুরা পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন আফসু মেকারের ছেলে মো. সবুজ মিয়া (৩৬) ও একই এলাকার মৃত সুলতান মোল্লার ছেলে মো. মানিক মোল্লা (৪২)।

সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন জানান, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে ঝগড়ার জেরে গত শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় রায়পুরা পূর্বপাড়া এলাকার একটি দোকানের সামনে রায়পুরা বাজারের ব্যবসায়ী নাঈমকে হত্যার উদ্দেশ্য প্রকাশ্যে দুই রাউন্ড গুলি করে সন্ত্রাসী সবুজ মিয়া। গুলি করার দৃশ্য সিসিটিভিতে ধরাও পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যবসায়ী নাঈম বাদী হয়ে মো. সবুজ মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে আসামী সবুজকে গ্রেপ্তারে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় রায়পুরা থানার নীলকুঠি এলাকা থেকে সবুজ মিয়াকে তার ব্যবহৃত অবৈধ একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত সবুজের দেওয়া তথ্যমতে অবৈধ অস্ত্র ও গুলি সরবরাহকারী মানিক মোল্লাকে ওই রাতেই তার নিজ বাসার সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

জনপ্রিয় সংবাদ