প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে স্বামী আইয়ুব বাচ্চুর গান, তার সাথে যাপিত জীবন, বর্তমান স্মৃতি সংরক্ষণ, দাম্পত্যজীবন নিয়ে কথা বললেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
কোলাহল কমিউনিকেশনের ডিজিটাল প্লাটফর্মে কিংবদন্তি এই রক আইকনের জন্মবার্ষিকী (১৬ আগস্ট) উপলক্ষে স্মৃতিচারণ করেন তিনি। ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ নামের এই অনুষ্ঠানে স্মৃতিচারণ ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেন ফেরদৌস আক্তার চন্দনা এবং আইয়ুব বাচ্চুর ব্যান্ডসঙ্গী আব্দুল্লাহ আল মাসুদ।
আয়োজনটি সঞ্চালনা করেন তানভীর তারেক। অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনাও তারই।
এই আয়োজন অংশ নেওয়া প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আমি আজীবনই মিডিয়ার বাইরে থেকেছি। এসব বুঝি না। বুঝতেও চাইনি। কিন্তু এখন বাচ্চুর স্মৃতি সংরক্ষণ আর ওর এই অমূল্য গানের সংরক্ষণের কাজগুলো আমি আমার দুই সন্তানের পক্ষ থেকে করছি। দায়িত্বগুলো আমার সন্তানের। ওরা যেহেতু বাইরে পড়াশোনা করছে, এজন্য আমি ছুটে বেড়াচ্ছি। এসব কাজ নিয়ে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। কারও কারও বাঁকা কথাও শুনতে হচ্ছে। ওদের সবাইকে তো আমি জনে জনে ব্যাখ্যা দিতে পারবো না। তানভীর ভাই বাচ্চুর খুব স্নেহধন্য ছিল। তাই তার অনুরোধে এবং সময়ের প্রয়োজনে কিছু কথা বলেছি।’