দেশে সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি নানাভাবে বুলিংয়ের (উত্ত্যক্ত) শিকার হচ্ছেন। ছবি বিকৃত করে সাইবার স্পেসে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে-ফোনে বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করা হয়। নারীরা এ ধরনের অপরাধের বেশি শিকার হন। পুরুষরা মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ের মতো সাইবার অপরাধের শিকার হচ্ছেন বেশি। সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের মধ্যে যাঁরা আইনের আশ্রয় চেয়েছেন, তাঁদের মাত্র ৭ দশমিক শূন্য ৪ শতাংশ সেবা পেয়েছেন বা আশানুরূপ ফল পেয়েছেন।