Tuesday, November 28, 2023

‘নাগরিকের মধ্যে বৈষম্য করা সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন’

তারিখ:

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বিশিষ্টজনরা বলেছেন, যেকোনো নাগরিকের উপর বৈষম্য করা সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন। অথচ দেশের জনগণের মধ্যে বৈষম্য বাড়ছে। ‘আদিবাসী’ নাগরিকরা নানা বৈষম্যের শিকার। সকল প্রকার বৈষম্য অবসানে কার্যকর সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

রাজধানীর ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এবং জন-উদ্যোগ আয়োজিত ‘নিজ এলাকায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আদিবাসী নারী ও মেয়েদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় এ কথা বলেন তারা। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ