Thursday, December 7, 2023

জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের যোগাযোগ কমে গেছে

তারিখ:

গত নির্বাচনের সময় ইশতেহারে দেওয়া শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, লিঙ্গ সমতা-সংক্রান্ত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে পিছিয়ে আছে সরকার। প্রশাসনিক দুর্বলতার কারণেও সরকারের অনেক অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জনপ্রতিনিধিদের কাছে সাধারণ মানুষের যাওয়া আগের তুলনায় আরও কঠিন হয়েছে। নারী-পুরুষ মজুরি বৈষম্য রয়েছে। এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এখনও বাস্তবায়ন হয়নি এ রকম প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে বিশেষ কর্মসূচি নিতে হবে।
শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার : শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক নাগরিক সম্মেলনের বিভিন্ন কর্ম-অধিবেশনে এই পর্যবেক্ষণ তুলে ধরেছেন গবেষক এবং বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সম্মেলনের আয়োজন করে। জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ) এতে সহযোগিতা দিয়েছে। সকালে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এতে সভাপতিত্ব করেন।

জনপ্রিয় সংবাদ