Wednesday, November 29, 2023

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে না: ফখরুল

তারিখ:

আদালতে ব্যবহার করে মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে না।।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকীর্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।

মাহফিলে দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার। এ সময় সরকার বিরোধী আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল।

জনপ্রিয় সংবাদ