Thursday, December 7, 2023

ওরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়: শামীম ওসমান

তারিখ:

নারায়ণগঞ্জ-চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সামনে একটি কঠিন সময় আসছে। ওই সময় জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকারকে নষ্ট করার জন্য না। ওরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ওরা এখনও বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জে এক জনসভার তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশ আল্লাহর রহমতে এখনও ভালো আছে। আপনার খেলবেন ধ্বংসের পক্ষে। আর আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য। আমরা খেলবো বাংলাদেশকে মাথা উঁচু করার জন্য। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার পক্ষে, আর আমরা খেলবো অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়ার পক্ষে। খেলা হবে ইনশাল্লাহ।

বিএনপি নেতাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, লন্ডনে বসে থাকা তারেক রহমানের হুকুমে আপনারা লাফালাফি শুরু করে দিয়েছেন। যে নেতা তার পরিবারের দুঃসময়ে পাশে থাকে না, সে আপনার পাশে থাকবে- এটা ভাবেন কী করে!

শামীম ওসমান বলেন, আমি জানি জিনিসপত্রের দাম বেড়েছে। প্রথমে রোহিঙ্গা সমস্যা এলো। তারপর এলো কোভিভ। অনেক আতেল সুশীলরা বলেছিলেন টিকা পাবেনা, ১০ লাখ মানুষ মরবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সবাই টিকা পেয়েছে। সাউথইস্ট এশিয়ার মধ্যে প্রথম ও সারা বিশ্বে পঞ্চম হলেন শেখ হাসিনা। এরপর হলো বন্যা। এখন মানুষের কষ্ট হচ্ছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে।

শামীম বলেন, বিরোধীরা সরকার পরিবর্তন নয়, দেশকে ধ্বংস করার খেলা খেলছে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরি বিরু।

জনপ্রিয় সংবাদ