Sunday, December 10, 2023

ইউক্রেনের বন্দর ছাড়লো শস্যবাহী আরও ৫ জাহাজ, ইস্তাম্বুলে হবে তল্লাশি

তারিখ:

শস্যবাহী আরও ৫টি জাহাজ ছেড়ে গেলো ইউক্রেনের বন্দর। মঙ্গলবার (১৬ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

ভুট্টা ও গম পরিবহন করছে জাহাজগুলো। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় জাহাজগুলো রওয়ানা দেয়। এগুলোর মধ্যে একটি জাহাজে আছে জাতিসংঘের মানবিক সহায়তা। শস্যের আড়ালে অস্ত্র পাচার রোধ করতে তুর্কি বন্দরে জয়েন্ট কো অর্ডিনেশন সেন্টারের তল্লাশির পর পাঠানো হবে জাহাজগুলি পাঠানো হবে আফ্রিকায়। এছাড়া, ইউক্রেনে যাওয়ার অপেক্ষায় ইস্তাম্বুল বন্দরে আছে চারটি জাহাজ। পরীক্ষা নিরীক্ষার পর রওয়ানা দেবে সেগুলো।

রাশিয়ার সাথে সংঘাতের জেরে গেল ফেব্রুয়ারি থেকে রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম শস্য যোগানদাতা দেশ ইউক্রেনের। ফলে আটকে পড়ে গত বছরের প্রায় ২ কোটি টন শস্য। চলতি বছরেও একই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া থেকে চুক্তি সাক্ষরের পর এই মাসের প্রথমদিকে শুরু হয় সরবরাহ।

সূত্র: আনাদোলু এজেন্সি ও রয়টার্স।

জনপ্রিয় সংবাদ