বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত হলেও রাজধানীর বাইরে এটি কার্যকর করা যাচ্ছে না। গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে তিন থেকে চারগুণ বেশি। আগামী মাসেই গ্রামাঞ্চলেও দুই ঘণ্টার বেশি লোডশেডিং যাতে না হয় সেটি নিশ্চিত করা হবে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বেশি দামে বিদ্যুৎ কেনা বাণিজ্যিক গ্রাহকদের রাত আটটার পর বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেওয়ায় বিতরণ কোম্পানিগুলোর লোকসান হচ্ছে। তবে এই লোকসানের দায় সরকার জনগণের ওপর ফেলবেনা।
তিনি বলেন, দোকান মালিক সমিতি দাবি জানালেও রাত আটটার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, নির্দেশনার পরও কিছু সরকারি কর্মকর্তা যত্রতত্র সরকারি গাড়ি ব্যবহার করছেন। এমন ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।